• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

মতামত ছাড়াই ইমারত নির্মাণ বিধিমালা প্রস্তুত করায় ক্ষুব্ধ রিহ্যাব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৭:৫৫ পিএম
মতামত ছাড়াই ইমারত নির্মাণ বিধিমালা প্রস্তুত করায় ক্ষুব্ধ রিহ্যাব
রিহ্যাবের লোগো। ফাইল ফটো

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কোনো মতামত ছাড়াই ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৪-এর খসড়া তৈরি করায় ক্ষুব্ধ হয়েছেন সংগঠনটির নেতারা।

রোববার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিহ্যাব।

এতে বলা হয়, আবাসন শিল্পের বৃহৎ স্টেকহোল্ডার রিহ্যাব। সেই বড় স্টেকহোল্ডারের কোনো প্রকার মতামত ছাড়াই ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৪-এর খসড়া তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, খসড়াটি আগামী ৭ কর্মদিবসের (১৬ এপ্রিল থেকে দিন গণনা শুরু) মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানানো হয় রিহ্যাবকে।

তবে তাদের কোনো মতামত ছাড়াই ইমারত নির্মাণ বিধিমালা প্রস্তুত করায় সংক্ষুব্ধ হয়েছেন রিহ্যাবের সদস্যরা। তাই আবাসন শিল্পকে এগিয়ে নিতে কোনো পরামর্শ ছাড়া ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা চূড়ান্ত না করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউককে অনুরোধ জানিয়েছে রিহ্যাব।

এর আগে শনিবার (২০ এপ্রিল) গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরির কাছে এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন রিহ্যাব নেতারা।

Link copied!