• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

‘কৃষকদের জন্য ট্রেনে যুক্ত হচ্ছে রেফ্রিজারেটর’


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০১:০৫ পিএম
‘কৃষকদের জন্য ট্রেনে যুক্ত হচ্ছে রেফ্রিজারেটর’
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকদের জন্য ট্রেনে রেফ্রিজারেটর যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, “লাগেজ ভ্যানে রেফ্রিজারেটর রাখা হচ্ছে। যাতে আমাদের কৃষকদের পচনশীল মালামাল পরিবহন করা যায়।”

শনিবার (১১ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার রেলযোগাযোগ উদ্বোধন ও কক্সবাজারে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, “আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি ট্রেনের সঙ্গে এই লাগেজ ভ্যানগুলো সংযোগ করে দেবো। যেন রেল চলাচলের সঙ্গে সঙ্গে এই পরিবহনগুলোতে আমরা সেই সুবিধাটা নিতে পারি। এ জন্য ব্রডগেজে আমরা ৫০টি নিয়ে এসেছি এবং মিটার গেজে ৭৫টি। ব্রডগেজে ১২টি থাকবে রেফ্রিজারেটর। আর মিটার গেজে ১৬টি।”

এই ট্রেনে কৃষকরা মাছ, মাংস, ডিম, দুধ পরিবহন করতে পারবেন বলেও জানান রেলমন্ত্রী।

এর আগে দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টার পর কক্সবাজার আইকনিক রেলস্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!