• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

সুইট ড্রিম হোটেলে বিদেশি মদ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৯:০৪ এএম
সুইট ড্রিম হোটেলে বিদেশি মদ উদ্ধার

রাজধানীর বনানীর সুইট ড্রিম হোটেলে বিদেশি মদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে হোটেলটিতে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ জানান, সুইট ড্রিম হোটেলের হোটেলের ৫টি ফ্লোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ জনের একটি দল ৬ ঘণ্টা অভিযান চালায়। অভিযানে ১ হাজার ৫৪২ কেন বিয়ার, ৯৮৪ বোতল বিদেশি মদ, ৪ লাখ টাকার বেশি নগদ টাকাসহ আনুমানিক ২ কোটি টাকার মালামাল জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখান থেকে বিভিন্ন স্থানে এসব মাদকদ্রব্য বিক্রি করা হতো।

তিনি আরও জানান, ম্যানেজারসহ ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। প্রতিষ্ঠানের বারের লাইসেন্স আছে, তবে জব্দ মদগুলোর কোনো অনুমোদন ছিল না। মেয়াদ থাকলে এই দ্রব্যগুলো পর্যটন কর্পোরেশনের মাধ্যমে সরকারিভাবে বিক্রি করা হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে এবং শর্ত ভঙ্গের দায়ে হোটেলটির লাইসেন্স বাতিল করেছিল বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!