• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

প্রবাসীদের জন্য ‘প্রক্সি’ ভোটের সুপারিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০১:০৫ পিএম
প্রবাসীদের জন্য ‘প্রক্সি’ ভোটের সুপারিশ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য বাংলাদেশি কাজ করছেন। এসব প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়, এ কারণে প্রক্সি ভোটিং পদ্ধতির সুপারিশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা জানান তিনি।

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, “একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দেবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।”

নির্বাচন কমিশনার বলেন, “বাংলাদেশি প্রবাসীদের ভোটের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। আর এটি পরীক্ষার জন্য নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ডাকা হবে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এ নিয়ে আলোচনার জন্য ডাকা হবে।”

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, “আগামী ১৫ এপ্রিলের মধ্যেই জানানো যাবে যে কতদিনের মধ্যে উন্নত হবে এ প্রক্রিয়ার।” 

Link copied!