• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

গাজায় ইসরায়েলের বর্বরতার নিন্দা রওশন এরশাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০৯:৩৯ পিএম
গাজায় ইসরায়েলের বর্বরতার নিন্দা রওশন এরশাদের
ছবি : সংগৃহীত

গাজায় বেসামরিক জনগণের ওপর ইসরায়েলের অব্যাহত হামলা ও নির্বিচারে গোলাবর্ষণ করে নিরীহ মানুষ, শিশুকে হত্যা এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

সোমবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি নিন্দা জানান।

ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে বিশ্বের মুসলিম ভাইবোনদের ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান রওশন এরশাদ। তিনি বলেন, “ইসরায়েলের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা এ অঞ্চলকে অস্থিতিশীল করবে।”

রওশন এরশাদ বলেন, “সরকারকে বাংলাদেশের রেডক্রসের সঙ্গে একটি অফিস খোলা উচিত, যাতে ফিলিস্তিনিদের জন্য আগ্রহী বাংলাদেশিরা নগদ অর্থ ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করতে পারে।”

এছাড়াও অবিলম্বে মিসরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্তে মেডিকেল টিম ও ওষুধ পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান রওশন এরশাদ। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!