• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩, ২০২৪, ০৩:৩২ পিএম
কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ
কোরবানির পশুর চামড়া। ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। কোরবানির পশুর লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে পাঁচ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনাবিষয়ক’ সভা শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর উপস্থিতিতে চামড়ার নতুন দাম ঘোষণা করা হয়।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু উপস্থিতিতে নতুন মূল্য ঘোষণা করেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাছির উদ্দিন মজুমদার।

নাছির উদ্দি বলেন, “এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫৫-৬০ টাকা। এক পিস এক হাজার ২০০ টাকা। আর ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা। এক পিস এক হাজার টাকা।

এছাড়া, ঢাকার বাইরে ছাগলের লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ১৮-২০ টাকা। ঢাকায় ২০-২৫ টাকা।

গত বছর ঢাকায় গরুর চামড়ার মূল্য ছিল প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫-৪৮ টাকা।

সভায় বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!