দেশের রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আজও দেশের ৬ জেলায় তাপপ্রবাহ ছিল। শনিবার দেশের রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়, শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববারের (১৬ মার্চ) পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামীকাল তাপপ্রবাহ হতে পারে। আবার নাও হতে পারে। এ সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে।