• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৪ শা'বান ১৪৪৬

দেশের কোথাও হতে পারে বৃষ্টি, কোথাও পড়বে ঘন কুয়াশা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৯:২৮ পিএম
দেশের কোথাও হতে পারে বৃষ্টি, কোথাও পড়বে ঘন কুয়াশা

মাঘ শেষ হতে আর কয়েকদিন বাকি। এ অবস্থায় বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বৃষ্টি, তাপমাত্রা এবং কুয়াশা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বার্তায় বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আর পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন এবং রাতে কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!