রাজধানীসহ সারা দেশে তীব্র শীত অনুভুত হচ্ছে গত ২-৩ ধরে। কিছু কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহও হচ্ছে। এরমধ্যে আগামী ৫ দিনের মধ্যে দেশের উত্তর অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিসের কর্মকর্তা ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ মেঘলাসহ শুষ্ক অবস্থা বিরাজ করতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে। এছাড়া সারা দেশের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।