রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এবার মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে অবরোধ করছেন শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ৭০-৮০ জন শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে রেলক্রসিংয়ে অবস্থান নেন।
ঘটনাস্থলে দেখা যায়, শিক্ষার্থীদের অবস্থানের কারণে ইতোমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকা পড়েছে।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে অল্প কিছু শিক্ষার্থী কলেজের প্রধান ফটকের সামনের সড়ক আটকে দেন। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
পূর্বঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে তাদের বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রেল লাইন অবরোধ করার ছিল। কিন্তু বিকেল ৩টা পর্যন্ত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বার বার মাইকে ডেকেও লোক পাচ্ছিলেন না তারা।