• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ্রুত নির্বাচনের রূপরেখা তৈরি করুন, পরে বাকি কাজ : গয়েশ্বর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০২:২৬ পিএম
দ্রুত নির্বাচনের রূপরেখা তৈরি করুন, পরে বাকি কাজ : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত

সংস্কারের জন্য মাসের পর মাস সময় নেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “দ্রুত নির্বাচনের রূপরেখা তৈরি করুন, পরে বাকি কাজ।”

শুক্রবার (২৫ অক্টোবর) নয়াপল্টনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, “সুষ্ঠু নির্বাচন বর্তমানে প্রধান ইস্যু। এ ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যুতে মনোযোগ দিলে কোন দাবিই পূরণ হবে না।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “রাষ্ট্র সংস্কার রাজনীতিবিদদের দায়িত্ব। সংস্কারের জন্য মাসের পর মাস সময় নেওয়া ঠিক হবে না। যদি মনে করেন কয়েকজন ছাত্র মিলে আপনাদের ক্ষমতায় বসিয়েছেন তাহলে ভুল করবেন। হোঁচট খাবেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সব শ্রেণিপেশার মানুষের দীর্ঘ বছরের আন্দোলনের চূড়ান্ত ফল।”

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “নির্বাচনের জন্য আরও ১৫ বছর অপেক্ষা করার সময় জনগণের নেই। আপনাদের সবকিছুতেই আমরা আলহামদুলিল্লাহ বলবো, তার একটা সময়সীমা থাকবে, ধৈয্যের একটা সময়সীমা আছে।”

Link copied!