• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৯:৫৬ এএম
রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত

এগারো দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বাংলামোটরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল বের করা হয়। মিছিলটি বাংলামোটর থেকে কারওয়ান বাজার সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, “হামলা করে, মিথ্যা মামলা দিয়ে, গায়েবি সাজা দিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না। বাংলাদেশের জনগণ ভাগাভাগি ও পাতানোর নির্বাচন হতে দেবে না।”

বিএনপির এই নেতা বলেন, “গায়েবি মামলা দিচ্ছে পুলিশ, সাক্ষীও দিচ্ছে পুলিশ। আর প্রহসনের বিচারের নামে তড়িঘড়ি করে রায় দিচ্ছেন দলীয় চেতনায় সাজানো কিছু বিচারক। সরকার নির্দেশিত রায় পাঠ করছেন তারা। এ ধরণের প্রহসনের রায় দেশবাসী প্রত্যাখ্যান করেছে।”

এর আগে গত ১০ ডিসেম্বর বিকেলে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে এগারো দফায় ৩৬ ঘণ্টার অবরোধের ঘোষণা দেন রিজভী। মঙ্গলবার ভোর ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত। রেল, সড়ক ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া অবরোধের আওতামুক্ত থাকবে গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন।

Link copied!