• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সচিবালয়ে বিক্ষোভ, ছত্রভঙ্গের পর ৫৩ শিক্ষার্থী আটক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৫:৪০ পিএম
সচিবালয়ে বিক্ষোভ, ছত্রভঙ্গের পর ৫৩ শিক্ষার্থী আটক
প্রিজনভ্যানে করে শিক্ষার্থীদে নিয়ে যাওয়া হয়। ছবি : সংগৃহীত

সম্প্রতি প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনঃমূল্যায়নের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা তাদের অবস্থানে অটল থাকেন। তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। তবুও কিছু শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে থাকলে তাদের মধ্যে ৫৩ জনকে আটক করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম।

মাসুদ আলম বলেন, “আটকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে বেলা ২টা ৫০ মিনিটের দিকে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘তুমি কে আমি কে, ছাত্র-ছাত্র’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

Link copied!