কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীদের একটি অংশ। আরেকটি অংশ অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ে।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশ ও শাহবাগ মোড়ে অবস্থান নেন এ আন্দোলনকারীরা।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি ঘোষণার পর উপস্থিত ছাত্র-জনতা সেখানে আরও ঘণ্টাখানেক বিক্ষোভ করেন। পরে তারা শহীদ মিনার এলাকা ছাড়তে শুরু করেন।
এরপর ওই এলাকা থেকে একটি দল রাজু ভাস্কর্যের পাদদেশে এসে বিক্ষোভ শুরু করেন। আরেকটি অংশ মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যায়। তাদের কেউ কেউ শাহবাগে থানার সামনে থাকা পুলিশ সদস্যদের দিকে বোতল ছুড়ে মারেন। তবে অনেকেই আবার মানব ঢাল তৈরি করে পুলিশ তথা থানাকে সুরক্ষা দেন।
পরে এ আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগানসহ সেখানে বিক্ষোভ করতে দেখা গেছে।