গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এরপর থেকে অনেকটা আড়ালেই রয়েছেন তিনি। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামে একটি পেজ থেকে একাধিক পোস্ট নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে।
দায়িত্বশীল অনেকেই ওই পেজে অনেক পোস্ট শেয়ার করছেন। ক্ষেত্রবিশেষে করছেন সমালোচনাও। এমনকি কিছু গণমাধ্যমও পোস্টগুলোকে জাফর ইকবালের পোস্ট দাবি করে সংবাদ প্রকাশ করেছে। তবে পেজটি জাফর ইকবালের নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানার জানায়, ওই পেজটি ড. মুহম্মদ জাফর ইকবাল ব্যবহার করছেন না। একাধিকবার বিভিন্ন নামের পরিবর্তন করে কার্যক্রম পরিচালনা করা এই পেজটিকে তার নামে চালু থাকা ভুয়া পেজ বলে জানিয়েছেন জাফর ইকবাল।
![](https://www.rupalibangladesh.com/media/imgAll/2024August/67adda4d861b5-Jafor.jpg)
অনুসন্ধানে কথিত পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি পূর্বে একাধিকবার নাম পরিবর্তন করেছে। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর ‘শ্রাবণ সন্ধ্যা’ নামে পেজটি চালুর পর একাধিকবার নাম বদলে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর ‘ড. মুহম্মদ জাফর ইকবাল’ নাম রাখা হয়।
ফেসবুকে ড. মুহম্মদ জাফর ইকবালের এই মুহূর্তে কোনো অফিশিয়াল পেজ সক্রিয় নেই। ২০২৩ সালের ১২ মার্চ অনলাইন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, Muhammed Zafar Iqbal নামে চালু থাকা জাফর ইকবালের অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। পরবর্তীতে পেজটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এবং এটি বর্তমানে ফেসবুকের সার্চ ফলাফলেও প্রদর্শিত হচ্ছে না।
রিউমর স্ক্যানার জানায়, ভুয়া একটি ফেসবুক পেজকে ড. মুহম্মদ জাফর ইকবালের আসল পেজ দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
এদিকে ড. মুহাম্মদ জাফর ইকবালের নামে থাকা ওই ভুয়া পেজটির সন্ধান করেও ফেসবুকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পেজটি যারা পরিচালনা করতেন তারা এটি বন্ধ করে রেখেছেন।