• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

উচ্ছিষ্ট খাওয়ার পুরোনো ছবি নিয়ে ‘অপপ্রচার’ নিঝুম মজুমদারের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৩:০৮ পিএম
উচ্ছিষ্ট খাওয়ার পুরোনো ছবি নিয়ে ‘অপপ্রচার’ নিঝুম মজুমদারের

উচ্ছিষ্ট খাওয়ার পুরোনো ছবি নিয়ে অপপ্রচার করেছেন আওয়ামী লীগ সমর্থক ও অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ফুটপাতে ময়লার ভাগাড় থেকে একজন বৃদ্ধের উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়ার ছবি পোস্ট করেন তিনি। সেখানে নিঝুম দাবি করেন, বাংলাদেশে দুর্ভিক্ষ চলছে। এরপর ছবিটি দেখে অনেকেই তা শেয়ার করতে থাকেন। তবে ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, এটি ২০২৩ সালের এক পুরোনো ছবি বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমার স্ক্যানার।

সংস্থা রিউমার স্ক্যানার জানায়, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর আলোকচিত্রী জিএমবি আকাশ তুলেছিলেন। ছবিটি নিয়ে অপপ্রচার শুরু হলে রোববার (৮ ডিসেম্বর) তিনি তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তা শেয়ার করে সত্যতা তুলে ধরেন।

ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি। তবে রিউমার স্ক্যানার টিম আলোকচিত্রী জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে মূল ছবিটি সংগ্রহ করেছে।

মূল ছবির মেটাডাটা বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি আসল এবং এটি ২০২৩ সালের ১৭ নভেম্বর তোলা হয়েছে।

Link copied!