• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

৭ শিক্ষার্থীকে নিমেষে দুমড়েমুচড়ে দিল প্রাইভেট কারটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ১১:৫৮ এএম
৭ শিক্ষার্থীকে নিমেষে দুমড়েমুচড়ে দিল প্রাইভেট কারটি
ছবি : সংগৃহীত

পরীক্ষা শেষে বাসে ওঠার জন্য ফুটপাত ধরে হাঁটছিলেন সাত শিক্ষার্থী। হঠাৎ একটি প্রাইভেট কার তাদের সাতজনকে চাপা দেয়। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীদের চাপা দিয়েছে প্রাইভেট কারটি। রোববারের এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নৌবাহিনীর ‘সিম্যান’ পদে চাকরির পরীক্ষা দিতে গাইবান্ধা থেকে ঢাকায় এসেছিলেন সাতজন। প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে।

রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত তিনজনকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসার জন্য নেওয়া হয়। বাকিরা সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী (৭ জন) হেঁটে যাওয়ার সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেট কার এসে তাদের চাপা দেয়। 

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. কাইয়ুম হোসেন বলেন, বিমানবন্দর এলাকা থেকে আহত অবস্থায় তিনজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে একজনকে (সামিউল) অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়েছে। তাকে ভর্তি করা হবে। বাকি দুজন তুলনামূলক ভালো আছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বাসায় থেকে পরবর্তী সময়ে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে।

Link copied!