• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

মহাখালীতে প্রাইভেট কারে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৬:০০ পিএম
মহাখালীতে প্রাইভেট কারে আগুন
আগুন লেগে যাওয়া প্রাইভেট কার। ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। শনিবার (১৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম বলেন, “সকাল ৯টা ৪৩ মিনিটের দিকে মহাখালী এলাকায় একটি প্রাইভেট কারের ইঞ্জিনে আগুন লেগে যায়। প্রথমে গাড়ির চালক আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে ফোন দেন। পরে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে আগুন নির্বাপণ করে।”

লিমা খানম আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ির ইঞ্জিন ওভার হিট হওয়া প্রথমে ধোঁয়ার সৃষ্টি হয়। পরে গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।”

Link copied!