• ঢাকা
  • শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৭ রজব ১৪৪৬

ডব্লিউইএফের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৯:৩৮ পিএম
ডব্লিউইএফের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২১-২৪ জানুয়ারি তিনি দেশটিতে অবস্থান করবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম।

মোহাম্মাদ রফিকুল আলম জানান, সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত এবারের ডব্লিউইএফ সম্মেলনের প্রতিপাদ্য শেপিং দ্য ইন্টেলিজেন্ট এজ। এর আলোকে আয়োজিত বিভিন্ন সেশনে প্রধান উপদেষ্টা অংশ নেবেন।  

মোহাম্মাদ রফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের সরকারের প্রধান, রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক সংক্রান্ত বিশেষ দূত এবং এসডিজিবিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর।

Link copied!