• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রলীগকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রধানমন্ত্রীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০৪:৩৫ পিএম
ছাত্রলীগকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদের পর কেন্দ্রীয় ছাত্রলীগকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে সম্পাদকমণ্ডলীর ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধানমন্ত্রী হঠাৎ ভিডিও কল করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মোবাইলে। এ সময় প্রধানমন্ত্রীর ভিডিও কলে উচ্ছ্বসিত হয়ে পড়েন সেখানে উপস্থিত দলের নেতাকর্মীরা।

সেখানে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও উপস্থিত ছিলেন। ছাত্রলীগের এই দুই শীর্ষ নেতাকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!