• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ৯ রজব ১৪৪৬

দাম বাড়ছে দেশে তৈরি ফ্রিজ এসি মোটরসাইকেলের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৪:১৭ পিএম
দাম বাড়ছে দেশে তৈরি ফ্রিজ এসি মোটরসাইকেলের

অন্তর্বর্তী সরকারের আয়কর বৃদ্ধির নতুন সিদ্ধান্তে খুচরা যন্ত্রাংশসহ পূর্ণ ফ্রিজ, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার তৈরির প্রতিষ্ঠানের কর্পোরেট কর বৃদ্ধি করে ২০% করা হয়েছে। এর ফলে দেশীয় মোটরসাইকেল, ফ্রিজ, এসি ও কম্প্রেসারের দাম বাড়তে পারে। বর্তমানে এ ধরনের শিল্প প্রতিষ্ঠান আয়ের ওপর ১০% কর দিচ্ছে। এসব শিল্পে দ্বিগুণ কর আরোপের কারণে উৎপাদন খরচ বেড়ে যাবে, যার প্রভাব সরাসরি ভোক্তাদের ওপর পড়বে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, এই নতুন করহার ২০২৫-২৬ করবর্ষ থেকে কার্যকর হবে।

এ বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, দেশে উৎপাদিত মোটরসাইকেল, ফ্রিজ, এসি ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য দেশের চাহিদা মিটিয়ে কিছু পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগে এসব ভারী শিল্প দেশে স্থাপিত হয়েছে। এসব শিল্প স্থাপনে সরকার বিপুল পরিমাণ কর, ভ্যাট ছাড় দিয়েছে। কর ছাড় দেওয়ার ফলে এসব শিল্প এখন অনেকটাই স্বাবলম্বী হয়েছে। বর্তমানে এ ধরনের শিল্প তাদের আয়ের উপর ১০% কর দিচ্ছে।

তিনি আরও জানান, সাধারণত এসব শিল্প প্রতিষ্ঠানকে ২০-২২% কর্পোরেট কর দিতে হয়। দেশীয় শিল্প সুরক্ষায় এবং তাদের স্বাবলম্বী করতে এতদিন তাদের কর কমানো ছিল। ওটাই বাড়ানো হয়েছে। অর্থাৎ কর ছাড় প্রত্যাহার করে নিলো এনবিআর।

প্রজ্ঞাপনে বলা হয়, এনবিআরের এই নির্দেশনা ২০২৫-২০২৬ করবর্ষ হতে কার্যকর হবে, যা ২০৩২ সালে ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে বেশ কিছু শর্তের কথা বলা হয়েছে।

বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন, কর বাড়ানোর ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এসব পণ্যের দাম বাড়বে। এতে ভোক্তাদের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি হবে এবং শিল্পগুলোর ওপর আর্থিক প্রভাব পড়বে।

এনবিআর এর আগেই এক প্রেস বিজ্ঞপ্তিতে করজালের আওতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল।

Link copied!