• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাষ্ট্রপতিকে সব রাজ‌নৈ‌তিক দলের স‌ঙ্গে আলোচনার অনু‌রোধ রওশনের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৪:২৪ পিএম
রাষ্ট্রপতিকে সব রাজ‌নৈ‌তিক দলের স‌ঙ্গে আলোচনার অনু‌রোধ রওশনের
ছবি : সংগৃহীত

দেশের সব রাজ‌নৈ‌তিক দলের স‌ঙ্গে আলোচনা করতে রাষ্ট্রপতি মো. সাহাবু‌দ্দি‌নকে অনুরোধ জা‌নি‌য়ে‌ছেন সংস‌দের বি‌রোধীদ‌লীয় নেতা বেগম রওশন এরশাদ। এছাড়াও রাষ্ট্রপতিকে নির্বাচনী তফ‌সিল পেছা‌নোসহ ৫টি প্রস্তাবনা দি‌য়ে‌ছেন রওশন।

রোববার (১৯ নভেম্বর) দুপু‌রে বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে সৌজন্য সাক্ষা‌তে এসব প্রস্তাবনা তু‌লে ধ‌রেন তিনি।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে বঙ্গভব‌নে পৌঁছান রওশন এরশাদ। প‌রে রাষ্ট্রপতির স‌ঙ্গে নির্বাচনী ইস্যুতে বৈঠকে মি‌লিত হন তি‌নি।

রওশন এরশাদের স‌ঙ্গে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ ও কাজী মো. মামুনূর রশিদ উপ‌স্থিত ছিলেন।

Link copied!