রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান, বঙ্গভবনে যাচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৫:১০ পিএম
রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান, বঙ্গভবনে যাচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রতীকী ছবি

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত অনুষ্ঠানে না যাওয়ার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এতে বলা হয়, মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কর্তৃক বঙ্গভবনে দিবস উদ্‌যাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসংগতিপূর্ণ মনে করে।

Link copied!