• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

রামপুরায় পদযাত্রা আটকে দিল পুলিশ, ভারতীয় হাইকমিশনে প্রতিনিধিদল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০১:৪১ পিএম
রামপুরায় পদযাত্রা আটকে দিল পুলিশ, ভারতীয় হাইকমিশনে প্রতিনিধিদল

ভারতীয় হাইকমিশন অভিমুখে ছাত্রদলসহ ৩ সংগঠনের পদযাত্রা রামপুরায় আটকে দিয়েছে পুলিশ। এরপর ৬ সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি দিতে ভারতীয় হাইকমিশনের উদ্দেশে রওনা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

পদযাত্রার আগে নয়াপল্টনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “পার্শ্ববর্তী দেশ প্রতি মুহূর্তে নাশকতার চেষ্টা করছে। মিথ্যা বলে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু কোনো লাভ হবে না। দেশের ১৮ কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছে।”

রুহুল কবির রিজভীসহ যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্যান্য নেতা-কর্মীরা এই পদযাত্রায় অংশ নিয়েছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!