• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৬
জুলাই গণ-অভ্যুত্থান

বেওয়ারিশ হিসেবে দাফন করা ৮ শহীদকে শনাক্তে তথ্য চাইল পুলিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৫:৫৫ পিএম
বেওয়ারিশ হিসেবে দাফন করা ৮ শহীদকে শনাক্তে তথ্য চাইল পুলিশ
পুলিশ সদর দপ্তর। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাতনামা ৮ শহীদকে বেওয়ারিশ মরদেহ হিসেবে দাফন করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

ইনামুল হক সাগর জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাতনামা ৮ শহীদকে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে বেওয়ারিশ মরদেহ হিসেবে দাফন করা হয়েছে। এ শহীদদের ছবি পুলিশ হেডকোয়ার্টার্সে সংরক্ষিত আছে। তাদের শনাক্ত করার লক্ষ্যে কারও কাছে কোনো তথ্য থাকলে ০১৩২০০০১২২৩ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

Link copied!