• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ০৭:১৫ এএম
জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এ ভাষণ সম্প্রচার হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

এ প্রসঙ্গে হাসান জাহিদ তুষার বলেন, “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ভাষণটি সন্ধ্যা ৭টায় সম্প্রচার করবে।”

এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ ধারণ ও প্রচার প্রসঙ্গে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে চিঠি দিয়েছে দলটি। চিঠিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় দলের নির্বাচনী ইশতেহার নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী সাধারণত সরকারের বর্ষপূর্তি, নববর্ষ বা বিশেষ সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। এবার ভোটের আগে তিনি ভাষণ দিচ্ছেন।

একই দিনে নারায়ণগঞ্জে এবারের শেষ নির্বাচনী জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আমাদের শেষ জনসভাও একই দিনে।”

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচার শেষ হচ্ছে শুক্রবার সকাল ৮টায়। এর মধ্যে সিলেট, রংপুর, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুরে জনসভায় অংশ নিয়েছেন শেখ হাসিনা। 

Link copied!