• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গুলশানে অগ্নিকাণ্ডে আহতদের খবর নিলেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১২:৪৮ পিএম
গুলশানে অগ্নিকাণ্ডে আহতদের খবর নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের একথা জানান। এছাড়া এদিন দুপুর ১২টায় গুলশানের এ ঘটনায় আহতদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা বসবে বলে জানান তিনি।

রাজধানীর গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কের একটি বহুতল ভবনে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির সাত তলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে ১১তলা পর্যন্ত। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন মারা গেছেন। প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন কয়েকজন। এছাড়া ধোঁয়ার কারণেও অসুস্থ হয়ে পড়েন অনেকে, যাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দগ্ধ হয়ে বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন তিন জন, জীবিত উদ্ধার করা হয়েছে শিশুসহ ২২ জনকে। 

Link copied!