চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে ১ জুলাই চীনের রাজধানী বেইজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয় ও শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২১ সমঝোতা স্মারক ও চুক্তি সই করে বাংলাদেশ ও চীন। একইসঙ্গে দুই দেশের মধ্যে সাতটি ঘোষণাপত্র সই করা হয়।
প্রধানমন্ত্রীর চীন সফরে দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্ব’ থেকে ‘বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে’ উন্নীত হয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি ছিল প্রথম চীন সফর। গত জুলাই ১০ স্থানীয় সময় রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।