• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৫:৫৩ পিএম
প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের নির্দেশ
প্লাস্টিকের বদলে পরিবেশবান্ধব বিকল্প। ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্লাস্টিকের বদলে পরিবেশবান্ধব বিকল্প বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রীর বিকল্প ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্পগুলো কী হতে পারে তা-ও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে প্লাস্টিকের ফাইল এবং ফোল্ডারের বদলে পুনর্ব্যবহারযোগ্য কাগজ, কার্ডবোর্ড অথবা বাঁশ বা শণের মতো টেকসই উপকরণ থেকে তৈরি পণ্য ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

অফিসগুলোকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের প্লেট, গ্লাস, কাপ, স্ট্র, কাটলারি এবং অন্যান্য ডিসপোজেবল আইটেমের ব্যবহার না করতে বলা হয়েছে। এছাড়া তাদের প্লাস্টিকের কলমের পরিবর্তে পেন্সিল বা কাগজের কলম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভা ও সেমিনারে পরিবেশন করা খাবারের প্যাকেট কাগজ বা অন্যান্য পরিবেশবান্ধব উপকরণ থেকে তৈরি কি না তা নিশ্চিত করতে এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পাত্র এড়াতে এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।

প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে পরিবেশ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগগুলোকে তুলা বা পাটের ব্যাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ পানি ও অন্যান্য পানীয়ের জন্য কাচের বোতল ও গ্লাস ব্যবহার করতে বলেছে।

প্লাস্টিকের পরিবর্তে তুলা, পাট বা বায়োডিগ্রেডেবল উপকরণ দিয়ে তৈরি ব্যানার ব্যবহার করারও অনুরোধ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্র, ভিজিটিং কার্ড ও প্রচারণামূলক উপকরণে প্লাস্টিকের লেমিনেশন এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিবর্তে, ল্যামিনেশনের জন্য পুনর্ব্যবহৃত কাগজ বা পরিবেশবান্ধব মুদ্রণ পদ্ধতিগুলো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!