রাজধানীর উত্তরায় সন্দেহজন ব্যক্তিকে ধাওয়া করে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
বুধবার বিষয়টি সংবাদ প্রকাশকে নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের আব্দুল্লাহপুর ট্রাফিক বক্সের (টিআই) মো. মেহেদী হাসান বলেন, “আমি ও আমাদের উত্তরা পূর্ব জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. ইব্রাহিম স্যার মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন ও নিরসনের চেষ্টা করছিলাম। এ সময় পলওয়েল মার্কেটের সামনে এক পথচারীর গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়।”
তিনি আরও বলেন, “সন্দেহজনক ব্যক্তিকে এক পর্যায়ে সার্জেন্ট এসএম খুরশিদ আলমকে ধরতে বলা হলে সে(সন্দেহজনক ব্যক্তি) মহাসড়কের গাড়ির মাঝ দিয়ে ঝুঁকি নিয়ে পালিয়ে যায়। এ সময় তার সাথে থাকা একটি নেভি ব্লু কালারের কাপড়ের ব্যাগ ফেলে যায়। পরে ওই কাপড়ের ব্যাগ খুলে ৩৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিলসহ ব্যাগটি উত্তরা পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম রুবেলের কাছে আইনানুগ ব্যবস্থার জন্য জমা দেওয়া হয়।”