• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

তৃতীয় ধাপের ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০২:৫৩ পিএম
তৃতীয় ধাপের ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত
নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ১৯টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ মে) রাজধানীর নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব জাহাংগীর আলম।

উপজেলাগুলো হলো, বাগেরহাট জেলার শরণখোলা, মোড়লগঞ্জ ও মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝড়া, পটুয়াখালীর সদর উপজেলা, দুমকী ও মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িউয়া, ভোলার তজুমুদ্দিন ও লালমোহন, ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া, বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটির বাঘাইছড়ি।

আগামী ২৯ মে উপকূলীয় এ উপজেলাগুলোর পাশাপাশি ১০৯ উপজেলায় তৃতীয় ধাপের ভোট আয়োজনের দিনক্ষণ নির্ধারিত ছিল।

Link copied!