ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে লোকজন। রোববার (০৬ এপ্রিল) থেকে খুলতে শুরু করবে সরকারি প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে খুলেছে বেসরাকরি প্রতিষ্ঠানগুলো।
শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে সদরঘাট, বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে এমন দৃশ্য দেখা গেছে।
সকাল থেকে দেশের নানা প্রান্ত থেকে শহরমুখো মানুষের ভিড় দেখা গেছে বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে। দূরপাল্লার বাসগুলো একে একে এসে থামছে, যাত্রী নামছে ক্লান্ত চোখে, ব্যস্ত পায়ে। সময় যত গড়াচ্ছে, বাড়ছে জনস্রোত। তবে এবারের ঈদযাত্রা তুলনামূলক ছিল মসৃণ। দীর্ঘদিন পর মানুষ স্বস্তিতে ফিরেছে কর্মস্থলে, ভোগান্তির ছায়া ছুঁতে পারেনি অনেককেই।
তবে সবই যে স্বস্তির গল্প, তা নয়। কোথাও কোথাও যাত্রীদের অভিযোগ ওঠেছে বাড়তি দামে কিনতে হচ্ছে টিকেট।
এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি পেয়েছেন। সরকার প্রথমে ৫ দিনের ছুটি ঘোষণা করলেও পরবর্তী সময়ে নির্বাহী আদেশে আরও একদিন বাড়িয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়।