• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০৩:২৮ পিএম
শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন
শাহবাগে বাসের আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার।

শাহজাহান শিকদার জানান, দুপুর ২টা ৩৪ মিনিটে ঢাকার শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট নামের একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। খবর পাওয়ার ৮ মিনিটের মধ্যে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, সকাল সোয়া ৯টায় রাজধানীর ধানমন্ডিতে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে বাংলামোটর মোড় ও যাত্রাবাড়ী থানার কাজলা ওভার ব্রিজের নিচে দুটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের নিচে এবং সকাল ৯টা ৫৮ মিনিটে পাতাল মার্কেটসংলগ্ন সড়কে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শাহজাহান শিকদার জানান, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে অগ্নিসংযোগের ঘটনায় ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

Link copied!