রাজধানীর শাহবাগে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১টা ৩৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার বলেন, “দুপুরে শাহবাগ এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।”
শাহজাহান শিকদার আরও বলেন, “সংবাদ পাওয়ার ৯ মিনিটের মধ্যে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”