কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, “আলোচনার মাধ্যমে বিষয়টির সিদ্ধান্ত নেওয়া হবে।”
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন, “কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী কাজ করবে নির্বাহী বিভাগ। সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে।”
এর আগে বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবন এলাকায় ব্রিফিংয়ে হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, “অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব দিয়েছি। তিনি রোববার (২১ জুলাই) দেশের সর্বোচ্চ আদালতে আপিল করবেন।”
আনিসুল হক বলেন, “কোটা সংস্কারে দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি। শিক্ষার্থীরা যখন চাইবে, তখনই আলোচনায় বসা যাবে।”
আন্দোলনকারীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, “পিতৃতুল্য হিসেবে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, আন্দোলন থেকে সরে আসুন।”