• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

অবশেষে ধরা পড়লেন পান্ডি হাসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০১:৩২ পিএম
অবশেষে ধরা পড়লেন পান্ডি হাসান
মো. হাসান ওরফে পান্ডি হাসান

রাজধানীর তিন এলাকা হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মো. হাসান ওরফে পান্ডি হাসানকে (২৬) গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

র‍্যাব বলছে, সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইব্রাহিম খান তুষার ওরফে ভাগনে তুষারের প্রধান সহযোগী।

হাসানকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে সোমবার মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় র‍্যাব-৩। এতে বলা হয়, ভাগনে তুষারের সহযোগীদের চাঁদাবাজিতে হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকার মানুষ অতিষ্ঠ ছিল, আতঙ্কিত ছিল। গত ২১ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগে হাসানের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩-এর একটি বিশেষ আভিযানিক দল সোমবার সন্ধ্যায় হাতিরঝিল থানা এলাকা থেকে হাসানকে গ্রেপ্তার করে। এর আগে হাসান রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

হাসানের বিরুদ্ধে চাঁদাবাজির আরও দুটি মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব। সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, হাসানের বাড়ি ভোলা সদর উপজেলায়।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি ভাগনে তুষারকে গ্রেপ্তার করা হয়। তাঁর প্রধান সহযোগী হাসান হাতিরঝিল, রামপুরা, খিলগাঁও এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!