• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৩:৫৫ পিএম
এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক
এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের লোগো। ফাইল ফটো

এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর দুই পক্ষের চুক্তিতে একীভূত কার্যকর হবে।

সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শিগগিরই এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এর আগে, মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সংবাদ সম্মেলনে বলেন, “ব্যাংকগুলো একীভূতকরণে আমানতকারীদের শতভাগ স্বার্থ রক্ষা করা হবে।”

কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংকগুলো একে অপরের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হওয়ার সুযোগ পাবে। তবে যারা এই সুবিধা নেবে না, তাদের ২০২৫ সালের মার্চের পর বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে।”

Link copied!