• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গ্যাসের পাইপলাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৬:৪৩ পিএম
গ্যাসের পাইপলাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

গ্যাসের চলমান পাইপলাইনের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “অনেক জায়গায় গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এসব কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। পাইপলাইনগুলো আরও তাড়াতাড়ি করতে বলা হয়েছে। যাতে গ্যাস এবং ফুয়েল পাইপলাইনের মাধ্যমে দেওয়া যায়। তাহলে সিস্টেম লসসহ অন্যান্য লস যেমন ক্যারিং কস্ট, হ্যাজার্ড এগুলো কমে আসবে, ইফেক্টিভিটি বাড়বে।

অনেক জায়গায় পাইপলাইন বসানোর কাজ চলছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “চলমান এসব কাজ খুব দ্রুত শেষ করে সাপ্লাইটা যেন পাইপলাইনের মাধ্যমে, বিশেষ করে মেজর সাপ্লাইগুলো যেন আনা হয়। কারণ ইনডিভিজুয়েলি সব জায়গায় পাইপলাইন দেওয়া সম্ভব হবে না। গ্রিড লাইন যেমন মেজর জায়গায় যাচ্ছে, ওরকম পাইপলাইনও মেজর মেজর জায়গায় নিয়ে গেলে, যেমন ঢাকা থেকে পাইপলাইন দিয়ে গ্যাস যাচ্ছে সব জায়গায়। এর খরচ তো স্বাভাবিকভাবেই কম। এজন্য খুব কুইকলি পাইপলাইনের কাজ শেষ করার জন্য বলা হয়েছে।”

মন্ত্রিসভার বৈঠকে সাইবার নিরাপত্তার বিষয়ে আরও জোর দিতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। 

Link copied!