• ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৭ শা'বান ১৪৪৬

অপারেশন ডেভিল হান্ট : ১৭ দিনে গ্রেপ্তার ৯৮৯২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৯:৩৮ পিএম
অপারেশন ডেভিল হান্ট : ১৭ দিনে গ্রেপ্তার ৯৮৯২
অপারেশন ডেভিল হান্ট। ফাইল ফটো

‘অপারেশন ডেভিল হান্টে’ রাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ১৭তম দিনে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত এই অভিযানে মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হলো।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯০৯ জনকে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় পুরাতন বিদেশি পিস্তল একটি, এলজি একটি, পিস্তলের ম্যাগাজিন একটি, শর্টগানের শাসা কার্তুজ একটি, ধারালো চাপাতি একটি, ধারালো বটি একটি, ছোরা দুটি উদ্ধার করা হয়েছে।

Link copied!