• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০, ২৪ শা'বান ১৪৪৬

অপারেশন ডেভিল হান্ট : আরও ৭৬৯ জন গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৯:৪৭ পিএম
অপারেশন ডেভিল হান্ট : আরও ৭৬৯ জন গ্রেপ্তার
অপারেশন ডেভিল হান্ট। ফাইল ফটো

অপারেশন ডেভিল হান্ট অভিযানে রাজধানীসহ সারা দেশে আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৩৪১ জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

পুলিশের তথ্যমতে, অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি কার্তুজ, চারটি রামদা, দুটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেঁচি উদ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আট হাজার ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!