আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১ হাজার ৬৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৪৬১ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্ট-মূলে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৮৯ জনকে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট ৭ হাজার ৩১০ জন গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
ইনামুল হক সাগর জানান, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত থেকে তাদের গ্রেপ্তারের সময়ে একটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি দেশীয় তৈরি দোনলা বন্দুক (এলজি), একটি দেশীয় তৈরি শুটার গান ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, চলমান এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।