আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) ৫৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর বাইরে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার হয়েছেন ৬৬২ জন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শনিবার (১ মার্চ) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে দেশীয় একনলা বন্দুক দুইটি, গুলি ১০ রাউন্ড, গান পাউডার ৬২ গ্রাম, রামদা তিনটি, লোহার তৈরি দা একটি, ছোরা একটি, লোহার রড দুইটি ও কঠোর লাঠি একটি উদ্ধার হয়।
বিশেষ এই অভিযান চলমান রয়েছে বলেও জানা গেছে।