বাজারে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। কোনটা কিনবেন, আর কোনটা কিনবেন না- কিছু বুঝে উঠতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরেই অস্থির হয়ে উঠেছে দেশের কাঁচাবাজারগুলো। প্রায় সব সবজির দাম বেড়ে প্রতি কেজি ১০০ টাকা ছাড়িয়েছে। মাত্র চারটি সবজি এখনও পাওয়া যাচ্ছে ১০০ টাকা কেজির নিচে।
শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজারে সব সবজির দাম বাড়তি। এমনকি গোলবেগুন, বরবটি, করলা, ঝিঙা, চিচিঙা, ধুন্দলের মতো সবজিগুলো ১০০ টাকার নিচে নামছেই না। শীতকালীন টমেটোর দাম তো আকাশ ছোঁয়া। সপ্তাহ কয়েক ধরেই কাঁচামরিচের দামে ক্রেতাদের ঘাম ছুটছে।
ছুটির দিনে বাজারভেদে কাঁচামরিচ বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩৪০ টাকা দরে। আবার কখনও কখনও মরিচের দাম ছাড়িয়ে গেছে ৪০০ টাকা কেজির ওপরে। শুধু গত সপ্তাহের তুলনায় ডিম, পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকে। পেঁয়াজ কিনতে হচ্ছে ১১০-১১৫ টাকা কেজি দরে। প্রতি ডজন ডিম ১৮০ টাকা থেকে নেমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে শুধু চারটি সবজি। এগুলো হলো পেঁপে, পটোল, ঢ্যাঁড়স ও মুলা। পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৬০ টাকা দরে। পটোল, ঢ্যাঁড়স ও মূলার কেজি বাজারভেদে ৬০-৮০ টাকা। কমেনি ব্রয়লার মুরগির দরও। প্রতি কেজি ১৮০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজিতে।
বিক্রেতারা বলছেন, শীতের আগাম সবজি বাজারে উঠতে শুরু করলেও মোকামগুলোতে সরবরাহ অনেক কম। পাইকাররা বলছেন, বন্যার কারণে সবজির যোগান কমেছে। ফলে শুধু রাজধানীতেই নয়, সবজির উৎপাদন এলাকাতেও চড়া দাম।
বাংলাদেশ পাইকারি কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার বলেন, অস্বাভাবিক বৃষ্টির সঙ্গে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বন্যার কারণে ক্ষেতের সবজি নষ্ট হয়ে যাচ্ছে। যার প্রভাব পড়ছে সারা দেশের বাজারে।