• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ থেকে মহাখালী ফ্লাইওভারের এক লেন ১১ ঘণ্টা বন্ধ থাকবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৯:২৬ পিএম
আজ থেকে মহাখালী ফ্লাইওভারের এক লেন ১১ ঘণ্টা বন্ধ থাকবে
মহাখালী ফ্লাইওভার। ছবি : সংগৃহীত

মহাখালী ফ্লাইওভারের কাকলীমুখি লেনে প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টা থেকে এ বন্ধ কার্যক্রম শুরু হবে, যা চলবে ১১ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।

ওই পোস্টে বলা হয়, মহাখালী ফ্লাইওভারের এক্সপেনশন জয়েন্টসমূহ (সম্প্রসারণ সংযুক্ত) প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। তাই ৫-১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেট থেকে কাকলী অভিমুখি যানবাহনসমূহ শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

গুলশান ট্রাফিক বিভাগের পোস্টে আরও বলা হয়, আগামী ১২-১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখি যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

অর্থাৎ ১২-১৮ নভেম্বর পর্যন্ত মহাখালী ফ্লাইওভারের অপর লেন ১১ ঘণ্টা করে বন্ধ থাকবে।

Link copied!