সরকারি চাকরির আবেদনে ৩৫ বছর নির্ধারণের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারকে এক ঘণ্টার ‘আল্টিমেটাম’ দিয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে এই ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, দাবি মানা না হলো, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা কাফনের কাপড় পড়ে অবস্থান নেবেন। একই সঙ্গে এখান থেকেই আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন ৩৫ প্রত্যাশীরা। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ছাড়া অন্য কারও সঙ্গে কথা বলবেন না।
আন্দোলনকারী বলেন, “কর্মকমিশনের সঙ্গে কথা বলার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। আমরা প্রধান উপদেষ্টা ছাড়া আর অন্য কারও সঙ্গে আলোচনায় বসব না।”