• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দপ্তর পেলেন সেখ বশির ও ফারুকী, মাহফুজের সিদ্ধান্ত হয়নি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ১০:০২ পিএম
দপ্তর পেলেন সেখ বশির ও ফারুকী, মাহফুজের সিদ্ধান্ত হয়নি
নতুন তিন উপদেষ্টা। ছবি : সংগৃহীত

শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার মধ্যে দুইজনের দপ্তর বণ্টন করা হয়েছে। এ ছাড়া অপরজনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। 

রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া মাহফুজ আলমকে এখনো কোনো দপ্তর দেওয়া হয়নি। তিনি এতদিন প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে ছিলেন।  

এদিকে নতুন করে তিনজন শপথ নেওয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হলো ২৪ জন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!