শ্রম-অসন্তোষ সংক্রান্ত অভিযোগসহ শ্রমসংক্রান্ত সব ধরনের অভিযোগ জানাতে ১৬৩৫৭ নম্বরে ফোন দেওয়ার আহ্বান জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ নিয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, শ্রম-অসন্তোষ -সংক্রান্ত অভিযোগসহ শ্রমসংক্রান্ত সব ধরনের অভিযোগ জানাতে ডায়াল করুন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের হেল্পলাইন নম্বরে (১৬৩৫৭)।
টোল ফ্রি এ নম্বরে কল করে শ্রমিকরা অভিযোগ দায়ের করতে পারবেন।
এর আগে, গত ১১ সেপ্টেম্বর তৈরি পোশাক খাত (আরএমজি) এবং নন-আরএমজি খাতের শ্রম অসন্তুষ্টি পর্যালোচনায় শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা বলেন, আপাতত শ্রমিকরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন এবং তাদের দাবিগুলো যাতে নিদিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করতে পারেন, সে লক্ষ্যে একটি কমিটি করা হয়েছে।
তিনি জানান, আরএমজি এবং নন-আরএমজি সেক্টরের শ্রম-অসন্তোষ ও বিদ্যমান সমস্যা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রদানের জন্য শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এতে শ্রম অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন ও সালিশির পরিচালককে সদস্য সচিব করে এ কমিটি করা হয়েছে। এতে তিন শ্রমিক নেতা, সুপ্রিমকোর্টের বিজ্ঞ দুই আইনজীবী এবং মালিক পক্ষের দুজন সদস্য আছেন।