• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আমলার সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হবে না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৫, ২০২৪, ০৭:১৩ পিএম
‘আমলার সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হবে না’
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

দেশের আমলারা তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চান। সর্বশেষ জেলা প্রশাসক সম্মেলনে তারা যে ২৪ দফা প্রস্তাব দিয়েছে তার মধ্যে এই চাওয়াটাও ছিল। যা নিয়ে সংবাদমাধ্যমসহ সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। প্রসঙ্গটি নিয়ে রোববার (৫ মে) দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

মন্ত্রী বলেছেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য আলাদা বিশ্বিবদ্যালয় তৈরি নিয়ে সরকারের আপাতত কোনো চিন্তা নেই।” জেলা প্রশাসকদের দেয়া প্রস্তাব বিষয়ে মন্ত্রী বলেন, “ডিসিরা প্রস্তাব করতেই পারেন। যদি ভবিষ্যতে এটি করা হয়, সেখানে সবাই পড়াশোনা করতে পারবে। কারণ বিশ্ববিদ্যালয় সবার জন্য।”

আলাপে চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে জনপ্রশাসন মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠিয়েছে। এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করা হবে। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ৩০ এপ্রিল সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সুপারিশ করেছেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছে চাকরিপ্রার্থীরা। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধাদের সন্তানরা ৩২ বছর পর্যন্ত চাকরিতে প্রবেশ করতে পারেন।

Link copied!