রাজধানীর মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে বসবাসকারী অবাঙালিদের পুনর্বাসনের জন্য ঢাকার কেরানীগঞ্জে আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে সরকার।
মঙ্গলবার (২০ জুন) সংসদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সংসদ সদস্য মো. শাহে আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “দেশের সব শহরে ধীরে ধীরে দরিদ্র জনগোষ্ঠীর প্রান্তিক অংশকে টেকসই উন্নয়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।”
এদিকে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুরসহ কিছু এলাকায় রয়েছে অবাঙালি বিহারিদের কলোনি। দীর্ঘদিন ধরেই তাদের এ আবাসন ব্যবস্থা নিয়ে চলছে নানা বিতর্ক।
এর আগে, বাংলাদেশে আটকে পড়া বিহারিদের ঢাকার পাশে নতুন এলাকায় স্থানান্তর করা হবে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।