• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ্বিতীয় দিনে ৬ কোটি ৬ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৬:৪২ পিএম
দ্বিতীয় দিনে ৬ কোটি ৬ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে আওয়ামী লীগের এক হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ থেকে আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।

রোববার (১৯ নভেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বিপ্লব বড়ুয়া বলেন, “দুই দিনে আওয়ামী লীগের দুই হাজার ২৮৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর থেকে আয় হয়েছে ১১ কোটি ৩৮ লাখ টাকা।”

বিপ্লব বড়ুয়া আরও বলেন, “দ্বিতীয় দিনে মোট এক হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এরমধ্যে দলীয় কার্যালয় থেকে এক হাজার ১৮০টি এবং অনলাইনে ৩২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।”

এর আগে, শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মনোনয়ন ফরম কেনেন।

Link copied!